Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
dsaarr
Details

 

করোনা ভাইরাস (কোভিড-১৯)নিজেই পরীক্ষা করুন এই মুহূর্তে

করোনা ভাইরাস পুরো বিশ্ব, বিশেষ করে চীন ও আশেপাশের দেশগুলোতে প্রচণ্ড আতংকের সৃষ্টি করেছে। এযাবৎ প্রায় তিনহাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন, যার প্রায় দুইহাজার আটশত জনই চীনে। বিশ্বের ৫০টিরও বেশি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সন্ধান মিলেছে, এবং সারা বিশ্বে আশি হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।বাংলাদেশেও এই রোগ ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে এবং ইতোমধ্যেই বাংলাদেশে  তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত  রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দু'জন পুরুষ। ১ জন নারী। এছাড়া আরো দু'জনকে করোনা সন্দেহে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সমস্যা হচ্ছে, কেউ আক্রান্ত হলে তার দেহে এই ভাইরাসের চিহ্ন বা লক্ষণ খুঁজে পেতে অনেকদিন সময় লেগে যায়। সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর বা কাশি নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই তার ফুসফুসের ৫০% ফাইব্রোসিস (সূক্ষ্ম অংশুসমূহের বৃদ্ধি) তৈরি হয়ে যায়, যার মানে অনেক দেরি হয়ে গেছে। তাইওয়ানের বিশেষজ্ঞরা কেউ আক্রান্ত হয়েছেন কি না, সেটা নিজে নিজেই পরীক্ষা করার একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যেটা কেউ প্রতিদিন সকালে উঠেই কয়েক সেকেন্ডে একবার পরীক্ষা করে নিশ্চিন্ত হতে পারেন। পরীক্ষাটা হলো; পরিচ্ছন্ন পরিবেশে লম্বা একটা শ্বাস নিয়ে সেটাকে দশ সেকেন্ডের কিছুটা বেশি সময় ধরে আটকে রাখুন। যদি এই দম ধরে রাখার সময়ে আপনার কোনো কাশি না আসে, বুকে ব্যথা বা চাপ অনুভব না হয়, মানে কোনো প্রকার অস্বস্তি না লাগে, তার মানে আপনার ফুসফুসে কোনো ফাইব্রোসিস তৈরি হয়নি অর্থাৎ কোনো ইনফেকশন হয়নি, আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন। --------- জাপানের ডাক্তাররা আরেকটি অত্যন্ত ভালো উপদেশ দিয়েছেন যে, সবাই চেষ্টা করবেন যেন আপনার গলা ও মুখের ভেতরটা কখনো শুকনো না হয়ে যায়, ভেজা ভেজা থাকে। তাই প্রতি পনেরো মিনিট অন্তর একচুমুক হলেও পানি পান করুন। কারণ, কোনোভাবে ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলেও সেটি পানির সাথে পাকস্থলীতে চলে যাবে, আর পাকস্থলীর এসিড মুহূর্তেই সেই ভাইরাসকে মেরে ফেলবে। [ইন্টারনেট থেকে প্রাপ্ত এই মেসেজটি আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি। আপনারা আপনাদের আত্মীয়-বন্ধু-স্বজনদের সাথে শেয়ার করতে পারেন] সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

মহান আল্লাহ আমাদের সকলকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুন।

Images
Attachments
Publish Date
09/03/2020
Archieve Date
01/01/2021