Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলা ইউএনও স্যারের সৌজন্যে ইফতার মাহফিল সম্পন্ন
Details

বোয়ালখালী উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব খন্দকার নুরুল হক স্যার ৩১/০৭/২০১৩ তারিখে উনার কার্যালয়ে বোয়ালখালী উপজেলার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র’র উদ্যোক্তাদের নিয়ে ইফতার করেন। উক্ত ইফতার মাহফিলে ইউএন স্যার, উপজেলা হিসাব রক্ষক অফিসার, উপজেলা কাম-কম্পিউটার শওকত ভাই, নয় ইউনিয়নের উদ্যোক্তা ভাইরা উপস্থিত ছিলেন। ইফতারের আগ মহুত্বে মাননীয় ইউএনও স্যার আমাদের ইউনিয়নের ওয়েব পোর্টালের অগ্রগতি নিজেই পর্যবেক্ষন করেন। তিনি পোর্টালের বিভিন্ন সামাঞ্জস্য এবং অসামাঞ্জস্য বিষয় নিয়ে আলোচনা করেন।

উনার  এই রকম আন্তরিকতা আমাদের আগামীতে কাজ করার অনুপ্রেরণা যুগাবে আশা করছি। উনার দিক নির্দেশনা মুলক বক্তব্য আমাদের মুগ্ধ করেছে।  আলোচনার এক পর্যায়ে আযানের সময় হলে সবাই এক সাখে ইফতার করি বাকি আলোচনা ইফতারের পর সমাপ্ত হয়।

Attachments
Image
Publish Date
02/08/2013