আপনি গ্রাম আদালতে মামলা বা অভিযোগ করতে চাইলে কি করবেন?
আবেদনে যে সব তথ্য থাকতে হবে:
আপনি যে ইউনিয়ন পরিষদে আবেদন করবেন সেখানে গিয়ে প্রথমে গ্রাম আদালত এর চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করবেন।
১ম ধাপে আবেদন কারীর নাম ঠিকানা ও পরিচয় লিখবেন।
২য় ধাপে প্রতিবাদীর নাম ঠিকানা, পরিচয় লিখবেন।
৩য় ধাপে ঘটনার সংঘঠিত হওয়ার স্থান ( যেমন: গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন )
৪র্থ ধাপে অভিযোগ ও দাবীর সংক্ষিপ্ত বিবরণ , প্রকৃতির ক্ষতির পরিমান
৫ম ধাপে প্রার্থিত প্রতিকার ( বাদীর দাবী দাওয়া)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS